ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে - ভাবসম্প্রসারণ

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে
 সম্প্রসারিত ভাব : আজ যে শিশু, আগামী দিনের সে নাগরিক।  তাই শিশুর মধ্যেই নিহিত আছে জাতির অনাগত ভবিষ্যৎ।  আমরা জানি, 'শিশুরাই জাতির ভবিষ্যৎ ' . আজকের নবাগত প্রজন্ম আগামী দিনের জাতির কর্ণধার।  সে কারণে যুগে যুগে, দেশে দেশে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়।  আমাদের দেশে এখনও এই প্রয়াস অব্যাহত আছে।
ইংরেজ  কবি ওয়ার্ডসওয়ার্থ বহুকাল পূর্বে বলেছিলেন "child ২ টি ফাদার অফ এ নেশন." - আজ যে শিশু, একদিন সে কর্মের গুনে শিশুর পিতার ভূমিকা পালন করবে।  এটাই প্রকৃতির বিধান।  যেমন --একটি বিশাল বটবৃক্ষের সম্ভাবনা নিহিত থাকে একটি ছোট্ট বীজের মধ্যে।  ঐ ছোট্ট বীজটিই ধীরে ধীরে বিশাল মহীরুহের রূপ লাভ করে একদিন তার বিরাটত্ব প্রকাশ করে। তেমনি একটি শিশুর মধ্যেও ঘুমিয়ে থাকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার শুভ সম্ভাবনা। একটি দেশকে সুখী ও সমৃদ্ধিশালী দেশ রূপে গড়ে তোলার জন্য হাল ধরবে আজকের শিশুরাই।  এজন্য শিশুদের উপযুক্ত করে গড়ে তোলার দায়িত্ব সমস্ত দেশবাসীর। যে সম্ভাবনা একদিন মহীরুহের আকৃতি লাভ করবে, তা যদি সমৃদ্ধিশালী না হয়, তাহলে দেশের ও সমাজের কল্যাণ সাধিত হবে না। অবশ্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং জাতিসংঘ শিশুদের কল্যাণার্থে নিরন্তর কাজ করে যাচ্ছে জাতিসংঘ 'শিশু অধিকার ' ঘোষণা করেই শুধু ক্ষান্ত হয়নি, তা দেশে দেশে বাস্তবায়নের জন্যও প্রয়াস অব্যাহত রেখেছে।
দুঃখের বিষয়, পৃথিবীর অনুন্নত দেশসমূহে শিশুরা আজও অবহেলিত, অনাদৃত ও অধিকার বঞ্চিত।
সুতরাং পৃথিবীর সকল দেশের সকল শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে উঠার জন্য যা যা পদক্ষেপ অবলম্বল করা উচিত, তার সবকিছুই করতে হবে।  কেননা আজকের শিশুরা সঠিকভাবে গড়ে উঠতে না পারলে আমাদের অনাগত ভবিষ্যৎ নিমজ্জিত হবে গভীর অন্ধকারে।
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে - ভাবসম্প্রসারণ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে - ভাবসম্প্রসারণ Reviewed by Unknown on January 07, 2019 Rating: 5

No comments:

Featured Post

Write an email to your friend discousing the importense of Newspaper/ English -- Email

Write an email to your friend discussing the importance of Newspaper/ English -- Email From : Monish Roy - monishbd566@gmail.com ...

Theme images by merrymoonmary. Powered by Blogger.