জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।


Education Tips


সম্প্রসারিত ভাবঃ জ্ঞান যদি উদারতাপূন না হয়, বুদ্ধি তাহলে আড়ষ্ট হতে বাধ্য । আর এমন পরিস্থিতিতে জ্ঞান ও চিন্তার মুক্তি সম্ভব নয়।

জ্ঞান মানবজীবনের সবচেয়ে মূল্যবান বস্তু । কেবল জ্ঞানই পারে মানুষের সব ধরনের কল্যাণ ও মঙল সাধন করতে। জ্ঞান ছাড়া মানুষের বিবেক, বুদ্ধি ও চিন্তার বিকাশ ঘটানো সম্ভব নয়। আর বুদ্ধির যদি বিকাশ না ঘটে , তাহলে মানুষ হৃদয়ের সংকীরণতা ও আবদ্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ে । সাংস্কৃতিক অগ্রগতি, সভ্যতার বিকাশ, উপযুক্ত শিক্ষা, আত্নোন্নতি, দৈশিক ও সামাজিক চিন্তার মুক্তি ইত্যাদি কোনো কিছুই জ্ঞান ব্যতীত সম্ভব নয়। জ্ঞানের আলোয় আমাদের সকল সংকীরণতা দূরীভূত হয়। আমরা আপন করে নিতে পারি জগতকে মানুষকে।

সুতরাং মানুষের যা কিছু অসম্পূরণতা, অশিক্ষা, মূরখতা, অজ্ঞানতা - সবই জ্ঞানের আলোয় মুক্তি লাভ করতে সক্ষ্ম।
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। Reviewed by Unknown on December 28, 2018 Rating: 5

No comments:

Featured Post

Write an email to your friend discousing the importense of Newspaper/ English -- Email

Write an email to your friend discussing the importance of Newspaper/ English -- Email From : Monish Roy - monishbd566@gmail.com ...

Theme images by merrymoonmary. Powered by Blogger.